Thursday, October 3, 2024

লেখা জমা দেবার নিয়মাবলী

For English, see the section below.


লেখা পাঠানোর একমাত্র ইমেইল আইডিঃ kalpabiswa.kalpabijnan@gmail.com

শব্দসংখ্যা:

ছোটগল্প – ৫০০০ শব্দের মধ্যে

বড়গল্প – ৫০০০-১০০০০ শব্দের মধ্যে

উপন্যাস – ২০০০০ শব্দের মধ্যে

এর থেকে বড় কল্পবিজ্ঞান বা ফ্যান্টাসি গল্প কল্পবিশ্ব পাবলিকেশনে (kalpabiswa.publications@gmail.com) সরাসরি ছাপার বইয়ের জন্যে পাঠাতে পারেন। সম্পাদকমণ্ডলী মনোনীত করলে কল্পবিশ্ব পাবলিকেশন থেকেই সেটি বই আকারে প্রকাশিত হতে পারে।

সাম্মানিক – কল্পবিশ্ব পত্রিকা সম্পূর্ণ বিনামূল্যে পড়তে দেওয়া হয় কল্পবিশ্ব ওয়েবসাইটে। কল্পবিশ্ব পত্রিকার বিভিন্ন সাধারণ সংখ্যার যে ইবুক বিক্রয় করা হয় তা ডোমেইন, ওয়েব হোস্টিং ও বিভিন্ন অনুষ্ঠানের খরচের জন্যে ব্যয় করা হয়ে থাকে। তাই সাধারণ সংখ্যায় লেখার জন্যে কোনও সম্মানদক্ষিণা দেওয়া সম্ভব হয় না। একমাত্র কল্পবিশ্ব পুজোসংখ্যার ইবুক প্রিবুকিং থেকে যে অর্থ পাওয়া যায় সেই থেকে আমরা পুজোসংখ্যার লেখক, শিল্পী ও অন্যান্য সংশ্লিষ্ট সদস্য যারা কল্পবিশ্বের হয়ে কাজ করেন (সম্পাদনা, প্রুফ, ওয়েবসাইট), তাঁদের সাম্মানিক দিয়ে থাকি। সেই সাম্মানিকের পরিমাণ সেই বছরের পুজোসংখ্যার ইবুক বিক্রির উপর নির্ভরশীল।

বিষয় – কল্পবিশ্বের শুধুমাত্র প্রাপ্তমনস্ক কল্পবিজ্ঞান, ফ্যান্টসি ও স্পেকুলেটিভ হরর সাহিত্যের রচনা প্রকাশিত হয়। এই ব্যাপারে বিশদে দেখুন ১২ ও ১৩ নম্বর পয়েন্টে।

ভাষা – বাংলা ও ইংরেজি। যে কোনও অনুবাদের জন্যে মূল লেখকের অনুমতিপত্র অবশ্যই লেখার সঙ্গে পাঠাবেন।

কপিরাইট – আমরা বাংলা ও ইংরেজি রচনার ইলেকট্রনিক প্রিন্টের ফার্স্ট কপিরাইট (ওয়েবসাইট ও ইবুক) লেখকের থেকে নিয়ে থাকি। কল্পবিশ্ব প্রকাশন থেকে সেরা কল্পবিশ্ব সংকলনে কোনও গল্প নির্বাচিত হলে তার জন্যে কল্পবিশ্ব পাবলিকেশন আলাদাভাবে লেখকের সঙ্গে চুক্তি করবে।

সময় – কোনও বিশেষ সংখ্যার উপর রচনা বা আমন্ত্রিত রচনা না হলে লেখা পাঠানোর পরে অন্তত তিন মাস অপেক্ষা করুন। এর মধ্যে মনোনয়নের চিঠি না পেলে পত্রিকার মেইল আইডিতে মেইল করুন। কোনও সম্পাদকমণ্ডলীর সদস্যের সঙ্গে ব্যক্তিগতভাবে লেখার খোঁজ নেওয়া কল্পবিশ্ব অনুমোদন করে না। এর মধ্যে গল্প অন্য কোনও পত্রিকায় প্রকাশ করতে চাইলে মেইল করে লেখাটি আগে তুলে নিয়ে তার পরে অন্য পত্রিকায় দিতে হবে। লেখার বিষয়ে মতামত জানতে হলে মনোনীত বা অমনোনীত হওয়ার চিঠি পাওয়ার পরেই সেই ব্যাপারে মেইল করে লেখক জানতে পারেন।

মাধ্যম – শুধুমাত্র কল্পবিজ্ঞান, ফ্যান্টাসি বা হরর গোত্রের লেখা বাংলা অভ্র ফন্টে টাইপ করে মাইক্রোসফট ওয়ার্ড বা রিচ টেক্সট ফরম্যাটে স্পষ্ট ভাবে বিভাগ উল্লেখ করে পাঠাতে হবে। লেখা পাঠানোর একমাত্র মেইল অ্যাড্রেস kalpabiswa.kalpabijnan@gmail.com, অন্য কোনো মাধ্যমে বা ব্যক্তিগত ভাবে পাঠানো লেখা গ্রাহ্য করা হবে না।

সাধারণ নিয়মঃ

১) কল্পবিশ্ব সাধারণত বেনামে বা ছদ্মনামে লেখা গ্রহণ করে না। গল্প ও প্রবন্ধের রচয়িতা হিসাবে আপনার আইনসিদ্ধ নাম ব্যাবহার করবেন। যদি তাতে আপনি অপরাগ হন তাহলে সেটি কারণসহ সম্পাদকমণ্ডলীকে আগেই জানাবেন।

২) লেখা পাঠানোর ইমেইলের সঙ্গে নিজের পেশাগত পরিচয়, ঠিকানা, ফোন নম্বর এবং সংক্ষিপ্ত সাহিত্যকর্মের বিবরণ জানাবেন। বিভিন্ন স্প্যাম মেইল, কল্পবিশ্বের বিষয় বহির্ভূত মেইল এবং লেখা চুরির বিরুদ্ধে লড়াই করতে লেখকের পরিচয় আমাদের সহায়তা করে৷

৩) আমরা পূর্বে অপ্রকাশিত মৌলিক কল্পবিজ্ঞান, ফ্যান্টাসি ও হরর গল্প প্রকাশ করতে ইচ্ছুক। গল্পটি কল্পবিশ্বের আগে অন্য কোনও পত্রিকায় (অনলাইন বা প্রিন্টেড), ফেসবুক গ্রুপ, ব্লগ, অডিয়ো স্টোরি প্রকাশিত হলে সেটি অবশ্যই উল্লেখ করে দেবেন। যদি লেখাটি কোনও স্বল্প পরিচিত পত্রিকায় প্রকাশিত হয়ে থাকে অথবা ইন্টারনেটে যথেষ্ট বিতরণ করা না হয়ে থাকে, তাহলে কল্পবিশ্বে পুনঃপ্রকাশের জন্যে মনোনীত হতে পারে। এই ব্যাপারে সম্পাদকমণ্ডলীর সিদ্ধান্ত চূড়ান্ত

৪) অনুগ্রহ করে নিশ্চিত করুন যে আপনার জমা দেওয়া রচনাটির কোনও অংশ বেআইনি, সমাজের পক্ষে ক্ষতিকারক, হুমকি, অপমানজনক, হয়রানিমূলক, মানহানিকর, অশ্লীল, অবমাননাকর, হিংসার প্রচারক, অন্যের ব্যক্তিগত জীবন বা গোপনীয়তাকে আক্রমণ, ঘৃণ্য, বা জাতিগতভাবে, ধর্মগতভাবে বা অন্যথায় আপত্তিকর নয়।

৫) কল্পবিশ্ব সাইটে প্রকাশিত (‘প্রকাশিত’ অর্থ ইন্টারনেটে সর্বজনীন পঠনের জন্য বিতরণ করা) সমস্ত রচনার কপিরাইট লেখকের থাকবে।

৬) কল্পবিশ্ব প্রকাশিত কোনও রচনার লেখক যদি ধর্ম ও জাতিগতভাবে উস্কানিমূলক কথা গনমাধ্যমে বলে থাকেন যার ফলে সমাজের ক্ষতিবৃদ্ধির সম্ভাবনা থাকে, অথবা কোনওরকম গুরুতর অপরাধমূলক কাজ, ড্রাগ সেবন বা নারী ও শিশুঘটিত অপরাধের সঙ্গে যুক্ত থাকেন বলে প্রমাণ পাওয়া যায় বা তাঁর কোনো কাজের মাধ্যমে কল্পবিশ্বের সুনামের ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা থাকে, তাহলে সম্পাদকমণ্ডলীর সম্পূর্ণ অধিকার থাকবে সেই লেখাটিকে কল্পবিশ্বের সাইট থেকে সরিয়ে দেওয়ার। এই ব্যাপারে সম্পাদকমণ্ডলীর সিদ্ধান্ত চূড়ান্ত হিসাবে গন্য হবে।

৭) লেখক কল্পবিশ্বকে নিজের লেখা কল্পবিশ্বের সাইটের মাধ্যমে যত দিন কল্পবিশ্ব পত্রিকার অস্তিত্ব থাকবে ততদিন, সীমাহীনভাবে ইন্টারনেটে বিতরণের অধিকার এবং রচনার বৈদ্যুতিন বিতরণের নন এক্সক্লুসিভ কপিরাইট প্রদান করছেন। এই কপিরাইটের মধ্যে রয়েছে ওয়েব প্রকাশনা, অন্যান্য ওয়েব সাইটে ও ফেসবুকে রচনার লিংক ও সংক্ষেপ প্রকাশনা, ইমেল, হোয়াটস্যাপ ও অন্যান্য যোগাযোগ মাধ্যমে রচনার লিংক ও সংক্ষেপ পাঠানো, মোবি ও ইপাব মাধ্যমে ইবুকের প্রকাশ এবং লেখকের অনুমতিসহ পডকাস্টিং প্রকাশ।

৮) কল্পবিশ্বের সম্পাদকমণ্ডলী ও পরিচালনসমিতি পত্রিকায় কী ধরনের বিষয় স্থান পেতে পারে সেই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকারী।

৯) কল্পবিশ্বের পাঠানো প্রতিটি লেখা মনোনয়ন পদ্ধতির মধ্যে দিয়ে যায়, লেখা মনোনীত হবার আগে লেখককে কিছু অংশ সংশোধনের জন্যে বলা হতে পারে, কখনো কিছু সামান্য অংশ সংশোধনের অধিকার সম্পাদকমণ্ডলীর থাকবে। বাংলা বানানের ক্ষেত্রে কল্পবিশ্বের নীতি অনুযায়ী সম্পাদকমণ্ডলীর সিদ্ধান্ত চূড়ান্ত।

১০) একই সঙ্গে দুটি পত্রিকা বা অন্য প্রকাশনে একই গল্প প্রকাশ বা নির্বাচনের জন্যে পাঠানো কল্পবিশ্ব অনুমোদন করে না।

১১) অনুবাদ সাহিত্য২০২১ সালের মে মাস থেকে কল্পবিশ্ব মূল লেখকের অনুমোদন ছাড়া কোনও অনুবাদ প্রকাশ করা বন্ধ করেছে। কোনও লেখকের কপিরাইটযুক্ত লেখা অনুবাদ করতে হলে আগে লেখকের থেকে অনুমতিপত্র সংগ্রহ করা বাধ্যতামূলক। অনুমতি সংগ্রহ করার জন্যে কল্পবিশ্বের সম্পাদকমণ্ডলী আপনাকে সাহায্য করার চেষ্টা করবে। তবে অনুবাদ স্বত্বের জন্যে মূল লেখককে কোনওরকম সাম্মানিক দেওয়া কল্পবিশ্বের পক্ষে সম্ভব নয়। অনুবাদকের সাম্মানিক প্রথম পয়েন্ট অনুযায়ী ধার্য হবে। এই নিয়ম বাংলা থেকে ইংরেজি ও ইংরেজি থেকে বাংলা – দুই ধরনের অনুবাদের জন্যেই সমান হবে।

১২) কী ধরনের লেখা কল্পবিশ্বে পাঠাবেন –

কল্পবিজ্ঞান, ফ্যান্টাসি বা স্পেকুলেটিভ হরর গোত্রের এক বা একাধিক অপ্রকাশিত লেখা বাংলা বা ইংরেজিতে পাঠান নিচের বিভাগে –

  • উপন্যাস
  • গল্প
  • বিদেশি/ভারতীয় অন্য ভাষার গল্পের অনুবাদ*
  • কবিতা বা ছড়া
  • লিমেরিক
  • বিজ্ঞানের টুকরো খবর
  • প্রবন্ধ
  • কমিকস বা কার্টুন**
  • অণুগল্প
  • কল্পবিজ্ঞান ভিত্তিক নাটক
  • কল্পবিজ্ঞান ফিল্ম, বই বা গেম সমালোচনা

* অনূদিত বা অনুপ্রাণিত গল্প পাঠালে উৎসের উল্লেখ করতে হবে এবং অবশ্যই মূল গল্পের লেখকের অনুমতিপত্র সঙ্গে পাঠাতে হবে (যদি গল্পটি কপিরাইটের আওতার বাইরে থাকে তাহলেও তার উল্লেখ করবেন)

** কমিকস বা কার্টুন বিভাগে আগে স্যাম্পল পেজ বা পাইলট পেজ পাঠাতে হবে, সেটি নির্বাচিত হলে সম্পূর্ণ কমিকস পাঠাবেন।

১৩) কল্পবিশ্বে কী ধরনের গল্প আমরা দেখতে চাই না – (মনে রাখবেন এই তালিকাটি শুধুই একটি উদাহরণ, এ বিষয়ে সম্পাদকমণ্ডলীর সিদ্ধান্ত চূড়ান্ত)

  • ভূতের গল্প
  • তন্ত্রের গল্প
  • অলৌকিক গল্প
  • সামাজিক কবিতা বা শিশুতোষ ছড়া
  • শিশুতোষ গল্প (শিশুতোষ গল্পের সংজ্ঞা নিয়ে প্রশ্ন থাকলে কল্পবিশ্বে প্রকাশিত সাম্প্রতিক গল্পগুলি দেখুন, সেগুলি কোনওটিই শিশুতোষ নয়)
  • রোবটের মধ্যে জোর করে যুক্তিহীন মানবতা রোপন করার প্লট নিয়ে গল্প
  • ভুল বিজ্ঞানের তথ্যসহ গল্প
  • সঠিক রেফারেন্স না থাকা প্রবন্ধ
  • কল্পবিজ্ঞান প্রাধান্য না পাওয়া যে কোনও অন্য ধারার গল্প
  • কল্পবিজ্ঞানের সহজলভ্য ট্রোপগুলিকে (রোবট, টাইম ট্র্যাভেল, এলিয়েন ইত্যাদি) ব্যবহার করে গল্পের শেষটা জোর করে মিলিয়ে দেওয়া
  • রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত গল্প যেখানে প্লটের থেকে প্রোপাগান্ডা প্রাধান্য পায়
  • প্রফেসর শঙ্কুর অক্ষম অনুসরণে লেখা বৈজ্ঞানিকের গল্প

১8) এই নিয়মাবলীতে নিয়মিত পর্যালোচনা সাপেক্ষে নতুন নিয়ম সংযোজন বা সম্পাদন করার অধিকার থাকবে কল্পবিশ্ব পরিচালনমণ্ডলীর।

Rules for Manuscript Submission

The email address for manuscript submissions is: kalpabiswa.kalpabijnan@gmail.com

Word count:
Short story – less than 5000 words
Long story – between 5000-10000 words
Novel – within 20000 words

Fiction with more than 20,000 words can be sent directly to Kalpabiswa Publications (kalpabiswa.publications@gmail.com) for printing. If nominated by the editorial board, it may be published in book form by Kalpabiswa Publications.

Honorarium – Kalpabiswa magazine is completely free to read on Kalpabiswa website. The eBook sales of various regular issues of Kalpabiswa Patrika are spent on domain, web hosting, and magazine-related expenses. Therefore, it is not possible to give any Honorarium for contributing to regular issues.
Contributions received from the pre-booking of the Kalpbiswa Durga Puja Edition eBook, are used as an honorarium for the Festive issue’s writers, artists, and other contributors (editing, proofing, and website). The amount of that honorarium depends on the eBook sales of that year.

Subject – Only works of fiction, fantasy, and speculative horror are published in Kalpabiswa. Please refer to points 12 and 13 for details.

Language -Bengali and English. Any translation must be accompanied by written permission from the original author.

Copyright – We reserve the first license of electronic print of Bengali and English works (website and eBook) from the author. If a story is selected for the ‘Best of Kalpabiswa’ collection printed edition, Kalpabiswa Publications will make a separate contract with the author for it.

Time Duration – Kindly wait at least three months after submitting a manuscript unless it is on a special issue or invited work. If you do not receive the acceptance letter by then, please send an inquiry email to kalpabiswa.kalpabijnan@gmail.com. Kalpabiswa does not allow personal inquiries to any editorial board members. If you want to publish the story in another magazine, you have to let us know formally and withdraw the submission from us. For the editor’s opinion about the submission, you can send queries only after receiving the editorial decision.

Medium – Kindly note that submissions in the categories of Science Fiction, Fantasy, or Horror, typed in Times New Roman font (size 12, 1.5 spacing) and submitted in Microsoft Word or Rich Text format, clearly specifying the category, are recommended. The only email
address for submissions is kalpabiswa.kalpabijnan@gmail.com; submissions through any other medium or in person will not be accepted.

General Guidelines

1. Kalpabiswa generally does not accept anonymous or pseudonymous submissions. Use your legal name as the author of the story and article. If you are unable to do it, then inform the editorial board beforehand with the reason.
2. Please provide your professional identity, address, phone number, and brief literary work details along with the submission email. Author identification helps us fight various types of spam emails, off-topic emails, and plagiarism.
3. We are willing to publish previously unpublished original science fiction, fantasy, and speculative horror stories. If the story has been published in any other magazine (online or printed), Facebook group, blog, or audio story before Kalpabiswa, you must mention it.
If the text has been published in a lesser-known magazine or has not been widely distributed on the Internet, it may be nominated for republishing in the Kalpabiswa. The editorial board’s decision in this regard is final.
4. Please ensure that no part of your submitted work is unlawful, harmful to society, threatening, abusive, harassing, defamatory, obscene, abusive, hate-mongering, invasive of another’s personal life or privacy, hateful, or racially, religiously or otherwise offensive.
5. The copyright of all works published on the Kalpabiswa Site (“published” means distributed for public reading on the Internet) shall remain with the respective author.
6. If the author of any work published by Kalpabiswa has spoken religiously or racially provocative words in the public media, which are likely to harm the society, or is found to be involved in any serious criminal activity, drug use, or crime against women and children, either any of his works have damaged the reputation of Kalpbiswa or there is a possibility of damage, the editors have the full right to remove the article from the Kalpabiswa site. The decision of the editors in this regard will be final.
7. The author grants Kalpabiswa unlimited Internet distribution rights and non-exclusive copyright of electronic distribution of the work for as long as Kalpabiswa Magazine exists through the Kalpabiswa website. This copyright includes web publication, publication of links and summaries of works on other websites and Facebook, sending links and summaries of works via email, WhatsApp, and other communications, publication of ebooks through mobi and epub, and publication of podcasting with author’s permission.

8. Kalpabiswa’s editorial board and management committee have the final say on what kind of content can be included in the magazine.
9. Every submission sent to Kalpabiswa goes through the nomination process, before the submission is nominated, the author may be asked to revise some parts, also the editorial board will have the right to revise some minor parts. For disputes in Bengali spelling, the decision of the editors is final according to Kalpabiswa’s policy.
10. Kalpabiswa does not allow dual submission at the same time.
11. Translation Literature – From May 2021, Kalpabiswa has stopped publishing any translations without the permission of the original author. To translate an author’s copyrighted text, it is mandatory to first obtain permission from the author. The editors of Kalpabiswa will try to help you to collect permission. However, Kalpabiswa can’t give any payment to the original author for translation rights. The translator’s honorarium will be determined according to the previous section about payment. This guidelines will be the same for both Bengali-to-English and English-to-Bengali translations.
12. Acceptable submission types-
One or more unpublished writings in Bengali or English in the categories of
science fiction, fantasy, or speculative horror that belongs to the following categories –

Novels
• Story
• Translation of foreign/Indian stories in other languages*
• Poems or rhymes
• Limerick
• Science news pieces
• Essay
• Comics or cartoons**
• Short stories
• Drama based on science fiction
• Science fiction film, book or game reviews
*Submitted translated or inspired stories must cite the source (even if the story is out of copyright) and must be accompanied by permission from the author of the original story (if the source is copyrighted).
**Comics or cartoons category should be sent with a sample page or pilot page first, if selected then only the complete work should be provided.

13. What kind of stories will likely get rejected –

(Remember this list is just an example, the decision of the editors is final)
• Ghost stories
• Story of Tantra
• Miracle stories
• Social poetry or nursery rhymes

• Children’s stories (If you have questions about the definition of a children’s story, check out the recent stories published in the fiction, none of them are juvenile)
• A story with a plot that forcefully implant irrational humanity into robots
• Stories with incorrect science facts
• Essays without proper references
• Stories in any other genre not related to science fiction/fantasy/horror
• Use readily available science fiction tropes (robots, time travel, aliens, etc.) to force the plot of the story.
• Politically motivated stories where propaganda takes precedence over plot.
• Science fiction stories copying Professor Shonku.

14. The editorial board of Kalpabiswa shall have the right to add or amend new rules subject to regular review of these rules.

Updated: 9.11.2021

error: Content is protected !!
Verified by MonsterInsights