কল্পবিজ্ঞানের কুইজ – ৫
লেখক: কল্পবিজ্ঞানী
শিল্পী:
কল্পবিশ্বের তৃতীয় সংখ্যার কুইজের উত্তর কেউ সম্পূর্ণ ঠিক দিতে পারেননি।
১)বিখ্যাত জাপানি কাইজু দানব গড্জিলার স্রষ্টা কে?
২)ইউ-৭ ও ইউ-৯ একটি বিখ্যাত টেলিভিশন সিরিজের দুটি মুখ্য চরিত্রের কোড নম্বর। কোন সিরিজ ও কোন চরিত্র?
৩) নিচের ছবিটি কিসের ছবি?
৪) ইওনাগুনি মনুমেন্ট কি ও কোথায় অবস্থিত?
৫) এস এন ১৮৫, এস এন ১০০৬, এস এন ১০৫৪ – এই সংকেত গুলো কিসের সংকেত?
৬) কল্পবিজ্ঞান সাহিত্য জগতের স্রেষ্ঠ সম্মান হুগো পুরষ্কার কার নামে নামাঙ্কিত?
৭) এইচ জি ওয়েলসের বাবা জোসেফ ওয়েলসও একটি বিশেষ কীর্তির জন্য ছেলের মতই খ্যাতি লাভ করেছিলেন। কি সেই কীর্তি?
৮) WALL-E এর সম্পূর্ন নাম কি?
৯) কোন বিখ্যাত চলচ্চিত্রের নাম প্রথমে রাখা হয়েছিল স্টার-বিস্ট?
১০)এই ভয়ঙ্কর প্রানীটির দেখা কোথায় পেয়েছি আমরা?
উত্তর পাঠানোর নিয়মাবলীঃ
সব কটি প্রশ্নের উত্তর সঠিক হলেই আপনার পাঠানো উত্তর গ্রাহ্য হবে।
উত্তর kalpabiswa.kalpabijnan@gmail.com এই ইমেল আইডি তে পাঠান।
ইমেলের সাবজেক্টে “KB Issue 1.3 Quiz” উল্লেখ করবেন।
প্রথম ১০ জন সঠিক উত্তরদাতার নাম ও ছবি পরবর্তী সংখ্যায় প্রকাশিত হবে।
আগের সংখ্যার কুইজের উত্তর –
১) লাভক্রাফটিয়ান ইউনিভার্সের বিখ্যাত কাল্পনিক বই নেক্রোনমিকনের লেখক কে?
উঃ আব্দুল আলহাজরেদ
২) লাভক্রাফটের বহু গল্পের পটভূমি আর্কহ্যাম শহর কোথায় অবস্থিত?
উঃ লাভক্রাফটের গল্পে বর্নিত এই কল্পিত শহর মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেট্স্ রাজ্যে অবস্থিত। বাস্তবে এই নামে কোন শহর নেই।
৩) ১৯৮২ সালে নির্মিত বিখ্যাত হরর ছায়াছবি ‘দ্য থিং’ এর লেখক কে?
উঃ জন ডবলিউ ক্যাম্পবেল। মূল গল্পের নাম ‘হু গোজ দেয়ার’
৪) নিচের ছবিটি কোন ছায়াছবির দৃশ্য?
উঃ পাতালঘর
৫) অনেকের মতে ১৯৭৭ সালে নির্মিত এই ছবিটি বাংলা ভাষায় প্রথম বিজ্ঞানভিত্তিক কমেডি। কোন ছবি?
উঃ প্রয়াত শ্রী তপন সিংহ নির্দেশিত ‘এক যে ছিল দেশ’
৬) নিচের ছবিটি এক যুগান্তকারী কল্পবিজ্ঞান উপন্যাসের প্রচ্ছদ। কোন উপন্যাস?
উঃ আর্থার সি ক্লার্কের ‘রঁদেভ্যু উইথ রামা’
৭) কোন বিখ্যাত কল্পবিজ্ঞান চলচ্চিত্রের নাম তার প্রযোজকরা প্রথমে রাখতে চেয়েছিল ‘দ্য স্পেসমেন ফ্রম প্লুটো’?
উঃ ব্যাক টু দ্য ফিউচার
৮) জেমস ক্যামারুন তার বিখ্যাত ‘অবতার’ ছবিটি বানানোর প্রেরণা কোথা থেকে পেয়েছিলেন?
উঃ ‘লর্ড অফ দ্য রিংস’ ছবির গোল্লাম চরিত্রটি দেখে
৯) কোন পৃথিবী বিখ্যাত লেখক তার প্রথম কল্পবিজ্ঞান উপন্যাস ‘ব্যাচম্যান’ ছদ্মনামে লিখেছিলেন?
উঃ স্টিফেন কিং
১০) ভবিষ্যতে উচ্চপ্রযুক্তি সম্পন্ন মানব সভ্যতার সামাজিক অধঃপতন কে ভিত্তি করে লেখা কল্পবিজ্ঞান গল্পগুলিকে একটা বিশেষ গোত্রে না জঁরে শ্রেণীভুক্ত করা হয়। এই গোত্র না জঁর-এর নাম কি?
উঃ সাইবার-পাঙ্ক
Tags: কল্পবিজ্ঞানী, ক্যুইজ, দ্বিতীয় বর্ষ প্রথম সংখ্যা