কুইজ – ২

  • লেখক: কল্পবিজ্ঞানী
  • শিল্পী:

কল্পবিশ্বের প্রথম সংখ্যার কুইজের উত্তর কেউ সম্পূর্ণ ঠিক দিতে পারেননি। একমাত্র শ্রী সোনাল দাস সব থেকে বেশি সংখ্যক সঠিক উত্তর (১৪) দিয়েছেন।

নিয়মাবলী – প্রথম ১০ জন সম্পূর্ণ সঠিক উত্তরদাতার নাম পরবর্তী সংখ্যায় প্রকাশ করা হবে।

 

১) মেরী শেলীর লেখা ফ্রানকেস্টাইন গল্পটির সম্পূর্ণ নাম কি ছিল ?

২) হিচহাইকারস গাইড টু গ্যালাক্সি – তে কাদের কবিতা শোনা অত্যাচারের সামিল ?

৩) কোন কল্পবিজ্ঞান সিনেমায় বিখ্যাত অভিনেতা রবার্ট ডিনিরো আর্চিবল্ড টাটেল নামের সন্ত্রাসবাদীর ভূমিকায় অভিনয় করেন ?

8) কোন বিখ্যাত কল্পবিজ্ঞান সিনেমায় নিম্নক্ত ভৌগোলিক গঠনটি দেখা যায় ?

৫) স্পেস ওডিসি সিরিজের কথা আমরা অনেকেই জানি, কিন্তু ক্লার্ক এছাড়াও আরেকটি ওডিসি সিরিজ লিখেছেন – বইগুলির নাম কি ?

৬) কোন জনপ্রিয় চরিত্রটি ইচ্ছে করলেই স্পেসম্যান স্পিফ নামে দুর্ধর্ষ মহাকাশচারীতে পরিণত হতে পারে ?

৭) চি চেং নামক অদ্ভুত রোবটটির কথা কোন বাংলা উপন্যাসে পাওয়া যায় ?

৮)  ‘কিশোর বিস্ময়’ নামক স্বল্পায়ু কল্পবিজ্ঞান পত্রিকারটির সম্পাদক কে ছিলেন ?

৯) নিচের ছবিটি কার চিত্রনাট্যে পাওয়া যায় ?

১০) এই বিখ্যাত বিজ্ঞানী ও লেখকের নাম কি ?

 

উত্তর পাঠানোর নিয়মাবলীঃ

সব কটি প্রশ্নের উত্তর সঠিক হলেই আপনার পাঠানো উত্তর গ্রাহ্য হবে।

উত্তর kalpabiswa.kalpabijnan@gmail.com এই ইমেল আইডি তে পাঠান।

ইমেলের সাব্জেক্টে “KB Issue 1.2 Quiz” উল্লেখ করবেন।

প্রথম ১০ জন সঠিক উত্তরদাতার নাম ও ছবি পরবর্তি সংখ্যায় প্রকাশিত হবে।

আগের সংখ্যার কুইজের উত্তর –

১) 802,701 A.D.

২) জুল ভের্ন

৩) Mars trilogy – ১) Red Mars (1993), Green Mars (1994) এবং  Blue Mars (1996).

৪) রোবট

৫) মারিয়া

৬) আইসাক আসিমভ

৭) A.I. Artificial Intelligence (2001)

৮) Village of the Damned (1960)

৯) নকুড় বাবু ও এল ডোরাডো, প্রফেসর শঙ্কু ও ইউ. এফ. ও., প্রফেসর রন্ডির টাইম মেশিন, ইনটেলেকট্রন (অসম্পূর্ণ )

১০) “পাতালে পাঁচ বছর” ও প্যারডি গল্প “পাতালে বছর পাঁচেক”

১১) জয়ন্ত বিষ্ণু নারলিকার 

১২) সিদ্ধার্থ ঘোষ

১৩) হেমলতা দত্ত

১৪) জর্জ লুকাস

১৫) স্টার ট্রেক সিনেমা বা সিরিজে, ইউ এস এস এন্টারপ্রাইসের নম্বর

Tags: কুইজ, প্রথম বর্ষ দ্বিতীয় সংখ্যা

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!