ইয়ুথ খামার

  • লেখক: প্রকল্প ভট্টাচার্য
  • শিল্পী:

বিশ্বাস কি করবি কথা? আমরা সবাই এক!
সাম্যবাদের উদাহরণ এই আমাদের দ্যাখ! 
সবাই মিলে মজুর খাটি মাঠে বা কারখানায়, 
কেউ বা পণ্য বিক্রি করে, কেউ বা সেসব বানায়। 
এক টেবিলেই সঙ্গে বসে একই খাবার খাই, 
সুখ সুবিধা ভাগ করে নিই, কীই বা আবার চাই! 
তোদের যত কূটকচালি, মালিক শ্রমিক ভেদ, 
মনুষ্যত্ব শিখতে তোরা পড়িস কোরান, বেদ!
খুঁত ধরতেই শিখিস শুধু, জাত বেজাতের ফারাক, 
তোদের কাছে সফল মানে অন্যকে ল্যাং মারা! 
বাঁচবি তো আয় আমার মতো, যৌথ খামার দেশে, 
রূপকথা নয় সত্যি এসব। আন্টাটুলার শেষে 
বইটি নদীর পাশ দিয়ে আয় ভোগমিলাবি-র কাছে, 
দেখবি, এখন ঘোর কলিতেও সত্য মানুষ আছে! 
একসাথেই দিন কাটাই সবাই, খুশীতে ভরপুর! 
একটু সময় লাগবে, কারণ আলোকবর্ষ দূর। 
বুঝলি না? তুই ভাবলি তোদের পৃথিবীতেই? ওহো! 
আজ্ঞে না ভাই, যৌথ খামার অন্য একটা গ্রহ। 
মওকা বুঝে রকেট খুঁজে পারিস দিতে পাড়ি? 
নিজের চোখে দেখবি সবার একটা মাত্র বাড়ি! 
অক্সিজেনও ভাগ করে নিই, সবার সমান মাপ, 
ফের এলিয়েন বলিস আমায়! তোদের মনেই পাপ!

Tags: ইয়ুথ খামার, কবিতা, দ্বিতীয় বর্ষ চতুর্থ সংখ্যা, প্রকল্প ভট্টাচার্য

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!