কল্পবিজ্ঞানের কুইজ – ১

  • লেখক: কল্পবিজ্ঞানী
  • শিল্পী:

নিয়মাবলী – প্রথম ১০ জন সম্পূর্ণ সঠিক উত্তরদাতার নাম পরবর্তী সংখ্যায় প্রকাশ করা হবে।

১) এইচ জি ওয়েলস্ এর টাইম মেশিন গল্পে সময় যাত্রী ভবিষ্যতে কতদূর গিয়ে মর্লকদের দেখা পেয়েছিল?

২) ১৯০২ সালে নির্মিত ছায়াছবি ল্যে ভয়াজে দঁস লা ল্যুন কার লেখা গল্পের চলচ্চিত্রায়িত রূপ?

৩) কোন গ্রহে টেরাফর্মিং এর কাহিনী নিয়ে কিম স্ট্যানলি রবিন্সন একটি ট্রিলজি লিখেছিলেন?

8) কল্পবিজ্ঞানে বহু ব্যবহিত কোন শব্দের ১৯২১ সালে কারেল চাপেক প্রথম ব্যাবহার করেন?

৫) ১৯২৭ সালে রিলিজ হওয়া বিখ্যাত চলচ্চিত্র মেট্রোপলিস একটি প্রধান চরিত্র ছিল একটি যন্ত্রমানবী। তার নাম কি?

৬) রোবটেরা যাতে মানুষের কোন ক্ষতি না করতে পারে তা নিশ্চিত করতে রোবটিক্সের তিনটি সূত্রের উল্লেখ আমরা প্রথম কার লেখায় পেয়েছিলাম?

৭) ব্রায়ান এলডিস এর লেখা সুপার টয়জ লাস্ট অল সামার গল্পটির ভিত্তিতে নির্মিত বিখ্যাত চলচ্চিত্রটির নাম কি?

৮) জন অয়াইন্ডহ্যাম রচিত দ্য মিডউইচ কাক্কুজ গল্পটি নিয়ে কোন বিখ্যাত চলচ্চিত্র নির্মিত হয়েছিল?

৯) অতীন্দ্রিয় ক্ষমতার অধিকারী নকুর বাবুকে আমরা কোন কোন শঙ্কু কাহিনীতে দেখতে পাই?

১০) প্রেমেন্দ্র মিত্রের একটি বিখ্যাত কল্পবিজ্ঞান উপন্যাস নিয়ে মজা করে শিবরাম চক্রবর্তী একটি প্যারডি গল্প লিখে গেছেন। গল্প দুটির নাম কি?

১১) আশির দশকে কার্ল সেগান এর বিখ্যাত ডকুমেন্টারি সিরিজ কসমস এ দেখা গিয়েছিল সাহিত্য একাডেমি পুরষ্কার জয়ী এই ভারতীয় লেখক কে। কে এই লেখক?

১২) বৈজ্ঞানিক অমিতাভ ঘোষ কে আমরা বাংলা সাহিত্যের জগতে কি নামে চিনি?

১৩) ১৮৮২ সালে বিজ্ঞান দর্পণ পত্রিকায় প্রকাশিত হয়েছিল “রহস্য” গল্পটি। অনেকের মতে এটিই বাংলা ভাষায় লেখা প্রথম বিজ্ঞান ফ্যান্টাসি গোত্রের গল্প। এই গল্পটির লেখক কে?

১৪) ১৯৭১ সালের সিনেমা THX 1138  কে লিখেছিলেন এবং পরিচালনা করেছিলেন ?

১৫) NCC1701 কোডটি কোথায় দেখতে পাওয়া যায় ?

উত্তর পাঠানোর নিয়মাবলীঃ

  1. সব কটি প্রশ্নের উত্তর সঠিক হলেই আপনার পাঠানো উত্তর গ্রাহ্য হবে।
  2. উত্তর kalpabiswa.kalpabijnan@gmail.com এই ইমেল আইডি তে পাঠান।
  3. ইমেলের সাব্জেক্টে “KB Issue 1.1 Quiz” উল্লেখ করবেন।
  4. প্রথম ১০ জন সঠিক উত্তরদাতার নাম ও ছবি পরবর্তি সংখ্যায় প্রকাশিত হবে।
Tags: কল্পবিজ্ঞানী, ক্যুইজ, প্রথম বর্ষ প্রথম সংখ্যা

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!