কুইজ – ৮

  • লেখক: কল্পবিজ্ঞানী
  • শিল্পী:

১) বিখ্যাত কল্পবিজ্ঞান উপন্যাস ‘রোডসাইড পিকনিক’ এর ছায়া অবলম্বনে কোন কাল্ট সোভিয়েত  ছবি নির্মিত হয়েছিল?

২) অ্যালডাস হাক্সলির লেখা বিখ্যাত উপন্যাস ‘ব্রেভ নিউ ওয়র্ল্ড’ এর ঘটনাকাল  2450 A.F., এখানে A.F. বলতে কি বোঝান হয়েছে?

৩) লেখক রবার্ট হেইনলিন তাঁর উপন্যাস “স্ট্রেঞ্জার ইন আ স্ট্রেঞ্জ ল্যান্ড” উপন্যাসে কল্পবিজ্ঞানের বহুল প্ৰচলিত কোন স্ল্যাং প্রথম ব্যবহার করেছিলেন?

৪) কোন বিখ্যাত রাশিয়ান সাহিত্যিক জুল ভের্নের রচনা নিয়ে একটা প্যারোডি লিখেছিলেন?

৫) জর্জ অরওয়েল এর কাল্ট উপন্যাস ‘নাইনটিন এইট্টি ফোর’ কোন বিখ্যাত রাশিয়ান লেখকের কোন উপন্যাস দ্বারা সরাসরি প্রভাবিত? 

৬) কোন লেখাকে সোভিয়েত আমলের প্রথম সাইন্স ফ্যান্টাসি হিসেবে ধরা হয় ? এর লেখকই বা কে?

 ৭) সোভিয়েত সাই-ফি র মধ্যে বিখ্যাত স্পেস অপেরা সাব জঁ র অন্তর্গত ট্রিলজি ‘হিউম্যান্স অ্যাজ গডস’ এর লেখক কে?

 ৮) ইটালিয়ান লেখক কার্লো কল্লোডির সৃষ্ট অতি পরিচিত চরিত্র পিনোক্কিও থেকে কোন অনুরূপ রাশিয়ান কাল্পনিক চরিত্রের সৃষ্টি হয়েছিল?

 

 

উত্তর পাঠানোর নিয়মাবলীঃ

সব কটি প্রশ্নের উত্তর সঠিক হলেই আপনার পাঠানো উত্তর গ্রাহ্য হবে।

উত্তর kalpabiswa.kalpabijnan@gmail.com এই ইমেল আইডি তে পাঠান।

ইমেলের সাবজেক্টে “KB Issue 2.4 Quiz” উল্লেখ করবেন, অন্যথায় উত্তর গ্রাহ্য হবে না। 

প্রথম ১০ জন সঠিক উত্তরদাতার নাম পরবর্তী সংখ্যায় প্রকাশিত হবে।

 

গত সংখ্যার প্রশ্নের উত্তর এবং উত্তরদাতার নাম শীঘ্রই প্রকাশিত হবে। 

Tags: কল্পবিজ্ঞানী, ক্যুইজ, দ্বিতীয় বর্ষ চতুর্থ সংখ্যা

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!