ফ্রাঙ্কেনস্টাইন সম্বন্ধীয় কুইজ – ৯

  • লেখক: কল্পবিজ্ঞানী
  • শিল্পী:

(১) মেরি শেলি তাঁর ফ্রাঙ্কেনস্টাইন উপন্যাসের দানবীয় চরিত্রটি সৃষ্টির সময় Elements of Chemical Philosophy নামক একটি গ্রন্থের সাহায্য নেন। এই গ্রন্থটি কোন বিখ্যাত বিজ্ঞানীর লেখা? 

(২) ১৯১০ খ্রিস্টাব্দে নির্মিত হয় ফ্রাঙ্কেনস্টাইনের প্রথম চিত্ররূপ। ওই ছবিতে ফ্রাঙ্কেনস্টাইনের সৃষ্ট দানবের ভূমিকায় কে অভিনয় করেন? 

(৩) হিন্দিতেও নির্মিত হয় ফ্রাঙ্কেনস্টাইনের ওপর ভিত্তি করে বানানো একটি সিনেমা। যদিও তেমন জনপ্রিয় নয়, কি নাম সেই সিনেমার?

(৪) তাঁর সৃষ্ট উপন্যাসের মঞ্চাভিনয় দেখে যান মেরি শেলি। Presumption; or The Fate of Frankenstein নামক এই নাটকটির রচয়িতা কে ছিলেন? 

(৫) ফ্রাঙ্কেনস্টাইন উপন্যাসটি আরও একটি নামে পরিচিত। কি নাম ?

(৬) ভিলা দিওদাতির সেই বিখ্যাত আড্ডার সময়, মেরী আর পার্সি বিশ্‌ শেলী কাছাকাছি কোন বাড়িতে ভাড়া নিয়ে ছিলেন? 

(৭) ফ্রাঙ্কেনস্টাইন উপন্যাসে ভূ-পর্যটক রবার্ট ওয়াল্টন কাকে চিঠি লিখে ডাক্তার ভিক্টর ফ্রাঙ্কেনস্টাইনের অভিজ্ঞতাগুলো জানান? 

(৮) ফ্রাঙ্কেনস্টাইনের প্রথম সংস্করণের ভূমিকায় মেরী শেলী ডঃ ডারউইনের উল্লেখ করেছিলেন। তিনি কে?
(৯)  ফ্রাঙ্কেনস্টাইন উপন্যাসের লিখনশৈলী ইংরেজী সাহিত্যে কি নামে পরিচিত?

(১০) ফ্রাঙ্কেনস্টাইন উপন্যাসে ডাক্তার ভিক্টর ফ্রাঙ্কেনস্টাইন কখন তার সৃষ্ট দানবের পেছনে পাহাড়ে ধাওয়া করার সিদ্ধান্ত নিলেন?

উত্তর পাঠানোর নিয়মাবলীঃ

সব কটি প্রশ্নের উত্তর সঠিক হলেই আপনার পাঠানো উত্তর গ্রাহ্য হবে।

উত্তর kalpabiswa.kalpabijnan@gmail.com এই ইমেল আইডি তে পাঠান।

ইমেলের সাবজেক্টে “KB Issue 3.1 Quiz” উল্লেখ করবেন, অন্যথায় উত্তর গ্রাহ্য হবে না। 

প্রথম ১০ জন সঠিক উত্তরদাতার নাম পরবর্তী সংখ্যায় প্রকাশিত হবে।

 

গত সংখ্যার প্রশ্নের উত্তর এবং উত্তরদাতার নাম শীঘ্রই প্রকাশিত হবে। 

Tags: কল্পবিজ্ঞানী, কুইজ, তৃতীয় বর্ষ প্রথম সংখ্যা

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!