কল্পবিজ্ঞান লিমেরিক

  • লেখক: কৃষ্ণেন্দু বন্দ্যোপাধ্যায়
  • শিল্পী: অন্তর্জাল

(১)

 

মিলতো যদি চাঁদের বুকে সজনে ডাঁটার চচ্চড়ি,

আর্মস্ট্রং কি সেখান থেকে আসতো ফিরে সত্বরই ?

অক্লেশে সব তুচ্ছ ক’রে

রকেটটারই পুচ্ছ ধ’রে

মহাকাশে চলতো ঘুরে হয়তো কয়েক বচ্ছরই !!

 

(২)

‘নেচার’ নামে সায়েন্স ম্যাগে লিখছে গ্রামের বিলে ;

আজব রকম কল দেখে তার চমকে যাবে পিলে !

সাতটি রঙের বাক্স ভ’রে

পিচকারীতে ছুঁড়লে জোরে

অমনি গজায় রামধনুটা ঐ আকাশের নীলে ।।

Tags: কল্পবিজ্ঞান লিমেরিক, কৃষ্ণেন্দু বন্দ্যোপাধ্যায়, প্রথম বর্ষ প্রথম সংখ্যা, লিমেরিক

One thought on “কল্পবিজ্ঞান লিমেরিক

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!