কল্পহাস্য

  • লেখক: সৌমলেন্দু ঘোষ
  • শিল্পী: সূর্যোদয় দে

পনি কি আধুনিক হতে চান? তাহলে আজই বাড়িতে নিয়ে আসুন “ঘোষ এন্ড দে এন্টারপ্রাইজ” এর জম্বিচালিত হাওয়াকল…

     গরমের দিনে স্ট্যান্ডফ্যান হিসাবে এর জুড়ি নেই..

     প্রথমেই ক্রেতাকে একটি রানার্স জম্বি এবং ২টি লেগপিস বিনামূল্যে দেওয়া হবে, তারপরে মাত্র ১ মাস অন্তর আপনাকে জম্বি আর লেগপিস বদল করতে হবে…

     এখন আপনার যদি বিরিঞ্চিবাবার সাথে যোগাযোগ থাকে তাহলে অতীতে গিয়ে কোনো জম্বি সিনেমার (এক্ষেত্রে স্নাইডার বাবুর “ডন অফ দ্য ডেড” অগ্রাধিকার পাবে) সেটে গিয়ে চুপি চুপি একটা জম্বি ধরেও আনতে পারেন আর লেগপিসের জন্যে চিন্তা কিসের, আপনার কি শত্রুর অভাব?

বিঃ দ্রঃ আপনার আইনি ঝঞ্ঝাট কোম্পানির দায় নয়।  প্রথম ১০০ জন ক্রেতাকে একটি চেইন শ দেওয়া হবে, সম্পূর্ণ বিনামূল্যে …..

Tags: কল্পহাস্য, তৃতীয় বর্ষ প্রথম সংখ্যা, সূর্যোদয় দে, সৌমলেন্দু ঘোষ

2 thoughts on “কল্পহাস্য

  • April 2, 2018 at 5:31 am
    Permalink

    ফাটাফাটি। তবে একটা কোশ্ন ছিল।
    বুদ্ধিহীন পাঠক ও মানানসই ফেসবুক পোস্টের কম্বিনেশন দিয়েও কি এই কাজ সম্ভব? জানালে ব্যাপারটা আরো সুলভে করে ফেলতাম।

    Reply
  • April 6, 2018 at 5:28 am
    Permalink

    আহা… এমন যদি হয়…

    প্রশ্নঃ ছবিতে কি সূর্যোদয় ডেমো দিতে দৌড়চ্ছে ?

    Reply

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!