সম্পাদকীয়

  • লেখক: কল্পবিশ্ব
  • শিল্পী: দেবজ্যোতি ভট্টাচার্য (চিত্রচোর)

ল্পবিশ্বের বন্ধুরা, সময়বৃত্তের পরিক্রমায় আবার এসে গেল আরেকটা শারদীয় অকাল বোধনের পালা। প্রতিবারের মতো আমাদের মাতৃভাষায় কল্প-সাহিত্যের ডালি নিয়ে আবার এসেছি। বাণিজ্যিক কোনও উদ্দেশ্যের সম্পূর্ণ বাইরে গিয়ে আপনাদের সবার সঙ্গে এই ধারার লেখালিখির স্রোতপথকে আগামীর অভিযানে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই অজানার সফর আমাদের, সঙ্গী শুধু অদম্য জেদ আর কিছু বাতিস্তম্ভের আলো যা ছোটবেলার মায়াভরা দিন থেকেই আমাদের অন্ধকার দূর করে আসছে। যে বাতিস্তম্ভ গুলোর নাম হয়তো বা আইজ্যাক আসিমভ, স্তানিস্ল লেম, রে ব্র্যাডবেরি, প্রেমেন্দ্র মিত্র, অদ্রীশ বর্ধন কিংবা সত্যজিৎ রায়। যারা ধূসর সময় সরণি পেরিয়ে আমাদের পথ দেখিয়ে আসছে তাঁদের সেই আলোর পরশকে সবার সঙ্গে ভাগ করে নেবার প্রয়াসেই মত্ত প্রমিথিউস কল্পবিশ্বের চিরখ্যাপার দল। আপনাদের মতামত আমাদের পরম পাথেয়। আমাদের দৃঢ় বিশ্বাস চেনা ছকের বাইরে গিয়ে বেশ কিছু সাহসী নিরীক্ষা মূলক রচনার সংকলন হতে চলেছে এই সংখ্যা। ধন্যবাদ জানানোর ভাষা নেই সেই সমস্ত লেখকদের প্রতি যারা বিনা পারিশ্রমিকে এতদিন ধরে কল্পবিশ্বকে কল্পবিজ্ঞান আর ফ্যান্টাসি সাহিত্যের আঙিনায় তুলে ধরেছেন।

চলুন একসঙ্গে সেই অক্ষরমালার ওডিসিতে সামিল হই।

উৎসবের দিনগুলো ভাল কাটুক সকলের।

Tags: দ্বিতীয় বর্ষ তৃতীয় সংখ্যা, পূজাবার্ষিকী, সম্পাদকীয়

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!