মঙ্গলগ্রহের মিঃ স্কাইগেক
“মঙ্গলগ্রহের মিঃ স্কাইগেক” কমিক স্ট্রিপটির প্রথম আবির্ভাব ১৯০৭ সালের অক্টোবর মাসে সিয়াটেল স্টার (Seattle Star) পত্রিকায়। লেখক ফ্রেড স্কেফের আর কার্টুনিস্ট আরমুন্ড ডি কন্ডের হাতে গড়ে উঠেছিল বিশ্বের প্রথম কল্পবিজ্ঞান কমিক স্ট্রিপ।
প্রায় এক শতাব্দী আগে একটি নিরীহ ভদ্র ভিনগ্রহী মিঃ স্কাইগেক পৃথিবীতে এসেছিল। সাথে এনেছিল শুধুমাত্র একটি নোটবই। সে পৃথিবীর বিভিন্ন জিনিষ সম্বন্ধে তথ্য সংগ্রহ করতে থাকল, আর সেই সব দুর্বোধ্য বিভিন্ন জিনিষ সম্বন্ধে নিজের মতামত নোট বইতে লিখে রাখতে লাগল মন্তব্য সহকারে। এখনো পর্যন্ত পরিষ্কারভাবে জানা যায়নি সে আর কতদিন পৃথিবীতে থেকে তার গবেষণা চালিয়ে যাবে।
Tags: অঙ্কিতা, প্রথম বর্ষ তৃতীয় সংখ্যা, ফ্রেড স্কেফের, মঙ্গলগ্রহের মিঃ স্কাইগেক, সন্তু বাগ