ছড়া: আয় বিষ্টি চমৎকার – রতনতনু ঘাটী: উত্তরাধিকারঃ ওয়েব সাহিত্য পুরস্কার ২০১৭

বিষ্টি পড়ে বিষ্টি পড়ে

পাগলা হাতির মাথা নড়ে!ai brishti chomotkar

আয় ঝমঝম করমচা

আকাশ পরির সঙ্গে যা!

বরণ করব ধান দিয়ে

আজ যেন ঠিক কার বিয়ে?

বিয়েবাড়ির বেজায় ধুম

এইটুকুতে ঘুমনাঘুম?

মাথায় বাঁধলি লাল ফিতে

বিষ্টি দানায় রং দিতে?

ঘুম ঘুম ঘুম ঘুমপরি

আয় না দু’জন গান ধরি।

গানের ভিতর অন্তরা

দু’জন বুঝি বোন তোরা?

একলা ছিলি দু’জন হলি

একটা কথা তোকেই বলি।

ঝম ঝম ঝম ঝমৎকার

আয় বিষ্টি চমৎকার!

 

error: Content is protected !!