কল্পবিজ্ঞান কুইজ ৩

  • লেখক: কল্পবিজ্ঞানী
  • শিল্পী:

কল্পবিশ্বের দ্বিতীয় সংখ্যার কুইজের উত্তর কেউ সম্পূর্ণ ঠিক দিতে পারেননি। আমাদের দুই পাঠক বন্ধু শ্রী সোনাল দাস  শ্রী সন্দীপন গঙ্গোপাধ্যায় সব থেকে বেশি সংখ্যক সঠিক উত্তর (৯) দিয়েছেন। আশা করছি এই সংখ্যার কুইজের সব প্রশ্নের সঠিক উত্তর আমরা পাঠকেদের কাছ থেকে পাবো।

কল্পবিজ্ঞান কুইজ-৩

১) ১৯৮২ সালে নির্মিত “স্টার ট্রেক II : দ্য র‍্যাথ অফ খান” ছবিটির পরিচালক কে?

২) বিখ্যাত কল্পবিজ্ঞান চলচ্চিত্র মেট্রোপোলিসের একটি প্রধান চরিত্র একটি স্ত্রী রোবট। তার নাম কি?

৩) উইলিয়াম গিবসন সাইবারস্পেস নিয়ে লেখা তার বিখ্যাত উপন্যাস “নিউরোম্যান্সার” কিসের সাহায্যে লিখেছিলেন?

৪) ডগলাস অ্যাডামসের লেখা হিচহাইকারস গাইড টু গ্যালাক্সি অনুসারে জীবন, মহাবিশ্ব ও সর্ববিষয়ে চূড়ান্ত নির্ণায়ক প্রশ্নটির উত্তর কত?

৫) জগদীশ চন্দ্র বসুর লেখা পলাতক তুফান গল্পে কোন তেল ব্যবহার করে উত্তাল সমুদ্র শান্ত হয়েছিল?

৬) সত্যজিৎ রায় রচিত প্রফেসর শঙ্কুর কাহিনীগুলোতে আমরা ত্রিলোকেশ্বর শঙ্কুর কজন পূর্বপুরুষের নাম পেয়েছি ও তাঁদের সঙ্গে শঙ্কুর সম্পর্ক কি কি ?

৭) কল্পবিজ্ঞানের দিকপাল এই লেখকের নাম কি?

৮) স্টিফেন স্পিলবার্গের জুরাসিক পার্ক ছবিটিতে টিরানোসরস-রেক্স-এর গর্জনের শব্দটি কি ভাবে তৈরি করা হয়েছিল?

৯) অবতার ছবিটি বানানোর সিদ্ধান্ত নিয়ে পরিচালক জেমস ক্যামেরুন প্রথমে এই ভেবে দ্বিধাগ্রস্ত ছিলেন যে সমসাময়িক কম্পিউটার গ্রাফিক্স তার পরিকল্পনাকে বাস্তবে রূপায়িত করতে সক্ষম কি না। ২০০২ সালে নির্মিত একটি ছবির একটি চরিত্রকে দেখে তিনি দ্বিধামুক্ত হন। সেই ছবিটির ও চরিত্রটির নাম কি?

১০) এই যানটির দেখা আমরা কোথায় পাই?

উত্তর পাঠানোর নিয়মাবলীঃ

সব কটি প্রশ্নের উত্তর সঠিক হলেই আপনার পাঠানো উত্তর গ্রাহ্য হবে।

উত্তর kalpabiswa.kalpabijnan@gmail.com এই ইমেল আইডি তে পাঠান।

ইমেলের সাবজেক্টে “KB Issue 1.3 Quiz” উল্লেখ করবেন।

প্রথম ১০ জন সঠিক উত্তরদাতার নাম ও ছবি পরবর্তী সংখ্যায় প্রকাশিত হবে।

 

আগের সংখ্যার কুইজের উত্তর –

১) ফ্র্যাঙ্কেনস্টাইন অর দ্য মডার্ন প্রমিথিউস

২) ভোগন (Vogon) দের কবিতা শোনা অত্যাচারের সামিল।

৩) টেরি জিলিয়ামের বিখ্যাত ব্রাজিল (১৯৮৫) ছবিতে রবার্ট ডি নিরো আর্চিবল্ড টাটেল নামের সন্ত্রাসবাদীর ভূমিকায় অভিনয় করেন।

৪) স্টিভেন স্পিলর্বাগ পরিচালিত বিখ্যাত ছায়াছবি ক্লোজ এনকাউন্টারস অফ দ্য থার্ড কাইন্ড (১৯৭৭) এ এই ভৌগোলিক গঠন দেখা গেছিল। ভিনগ্রহীদের মহাকাশযানের গঠন এমনই ছিল।

৫) ‘স্পেস ওডেসি’ ছাড়াও ‘টাইম ওডেসি’ বলে আর্থার সি ক্লার্ক এবং স্টিভেন ব্যাক্সটার একটা সিরিজ লিখেছিলেন। এই সিরিজের বইগুলো হল, টাইম আই, সানস্টর্ম ও ফার্স্টবর্ন।

৬) জনপ্রিয় কমিক্স সিরিজ কেভিন এন্ড হবস এর চরিত্র কেভিন-এর এই ক্ষমতা আছে বা বলা যায় স্পেসম্যান স্পিফ হল কেভিন-এর এর অল্টার ইগো।

৭) শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত “বনি” গল্পে চি-চেং নামক রোবটের দেখা পাওয়া যায়।

৮) কিশোর বিস্ময়’ নামক স্বল্পায়ু কল্পবিজ্ঞান পত্রিকাটির সম্পাদক ছিলেন অনীশ দেব।

৯) সত্যজিৎ রায় হলিউডে ‘দ্য এলিয়েন’ বলে যে ছবির চিত্রনাট্য লিখছিলেন সেখানে এই ছবিটা পাওয়া যায়। তিনি ছবির স্টোরিবোর্ডে এই ছবিগুলো রেখেছিলেন।

১০) জয়ন্ত বিষ্ণু নারলিকার।

Tags: কল্পবিজ্ঞানী, ক্যুইজ, প্রথম বর্ষ তৃতীয় সংখ্যা

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!