
কল্পবিশ্ব পূজাবার্ষিকী ১৪২৮ (২০২১)। বাংলা কল্পবিজ্ঞান ও ফ্যান্টাসি গল্পের সেরা সম্ভার নিয়ে কল্পবিশ্বের পূজাবার্ষিকীর জন্য পাঠকদের বছরভর প্রতীক্ষার শেষে প্রকাশিত হল এবারের শারদ অর্ঘ্য। এই সংখ্যায় আছে ১০টি উপন্যাস, ৯টি বড় গল্প, ২৫টি গল্প, ৩টি অনুবাদ গল্প, প্রবন্ধ এবং আরও অনেক আকর্ষণীয় বিভাগ।