চলে গেলেন রণেন ঘোষ
রণেন ঘোষ (১৯৩৬-২০১৯) রণেন ঘোষ আর নেই। রবিবারের সকালে মৃত্যু হয়েছে এই অশীতিপর তরুণের। দীর্ঘ কয়েক সপ্তাহ ধরে অসুখের সঙ্গে লড়তে লড়তে অবশেষে হার মানতে হল আমাদের অত্যন্ত প্রিয়, কাছের মানুষটিকে। তবে রণেনবাবুর মতো সৃষ্টিশীল মানুষ তাঁর কর্মকাণ্ডের ভিতর দিয়ে জীবনের কাছে চিরবিজয়ী হয়ে থাকবেন। মৃত্যুর সাধ্য নেই সেখানে নাক গলায়। ছবি – কল্পবিশ্ব পাবলিকেশনের প্রথম বই হাতে রণেনবাবু। বইটির জন্যে তিনি আমাদের একটি নভেল্লা প্রকাশের অনুমতিও দিয়েছিলেন। |
রণেন ঘোষ (১৯৩৬-২০১৯)রণেন ঘোষ আর নেই। রবিবারের সকালে মৃত্যু হয়েছে এই অশীতিপর তরুণের। দীর্ঘ কয়েক সপ্তাহ ধরে অসুখের সঙ্গে…
Posted by কল্পবিশ্ব – Kalpabiswa on Sunday, 7 April 2019