কল্পবিশ্ব গল্পপর্ব ২০১৭ প্রকাশ

  • লেখক:
  • শিল্পী:

সুধী,
বিয়াল্লিশতম কলকাতা বইমেলা শুরু হতে চলেছে আগামী ৩০ শে জানুয়ারী থেকে। গত বছরের মত এবারেও আমাদের প্রিয় ওয়েবজিন কল্পবিশ্ব –এর গত বছরের সব কটি সংখ্যা থেকে বাছাই করা শ্রেষ্ঠ ছোট গল্পের একটি সংকলন প্রকাশিত হতে চলেছে এবারের বইমেলায়। এস বি আই অডিটোরিয়ামের অনুষ্ঠানে, ২রা ফেব্রুয়ারি, শুক্রবার, দুপুর তিনটের সময় প্রকাশ পাবে কল্পবিশ্ব ২০১৭, গল্পসংখ্যা। আমরা যারা কল্পবিশ্ব এবং সর্বোপরি কল্পবিজ্ঞানকে ভালবাসি, তাদের সবাইকে পাশে চাই ওইদিন। আসুন আমরা যারা স্বপ্ন দেখি বাংলা কল্পবিজ্ঞানের স্বর্ণযুগ আসছে, তারা সবাই ওই দিন একত্রিত হয়ে এক নতুন স্বপ্নকে স্পর্শ করি।

শুভেচ্ছান্তে
কল্পবিশ্ব সম্পাদকমণ্ডলী
সেরা কল্পবিশ্ব ২০১৭

error: Content is protected !!