ফেসবুক পেজের এক বছর

  • লেখক:
  • শিল্পী:

আজ ১৬ নভেম্বর। ঠিক একবছর আগে আজকের দিনেই শুরু হয়েছিল কল্পবিশ্বের এই ফেসবুক পেজ। পত্রিকার যাত্রা শুরুর বর্ষপূর্তি হল। সত্যজিতের ভাষায় ‘ভরসাফুর্তি’ও বটে। কেননা, এই একবছরে অনেক অনেক মানুষের সমর্থন আর ভালোবাসা আমাদের ঋদ্ধ করেছে, অনুপ্রেরণা যুগিয়েছে। চার নম্বর সংখ্যা প্রকাশিত হওয়ার প্রাক মুহূর্তে তাই একবার পিছনে ফিরে তাকানো। বাংলা কল্পবিজ্ঞানকে আরও ভালো জায়গায় পৌঁছে দিতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। আমাদের সেই স্বপ্নকে সমর্থন জানিয়েছেন প্রবীণ-নবীন সব লেখকরাই। পাওয়া গেছে হারিয়ে যাওয়া দুষ্প্রাপ্য সব লেখা। বিখ্যাত লেখকদের সাক্ষাৎকার। আর নতুন নতুন সব লেখা তো আছেই।
আজকের দিনে তাঁদের সকলকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ তাঁদেরও, যাঁরা সারা পৃথিবীর বিভিন্ন কোণে বসে বাংলা কল্পবিজ্ঞানের প্রতি প্রবল ভালোবাসা নিয়ে এসে হাজির হয়েছেন কল্পবিশ্ব পড়তে, পড়ার পরে জানিয়েছেন মূল্যবান মতামত।
আমরা আসছি খুব শিগগিরি, চার নম্বর সংখ্যা নিয়ে।
https://www.facebook.com/kalpabiswa/

error: Content is protected !!