মার্গারেট অ্যাটউড টুইট করলেন কল্পবিশ্বের গল্প

  • লেখক:
  • শিল্পী:

স্পেক্যুলেটিভ সাইন্স – ফিকশনের বিশ্ববন্দিত নাম, কবি, পরিবেশবিদ্‌, সক্রিয় সমাজকর্মী মার্গারেট অ্যাটউড তাঁর নিজের ট্যুইটে স্বীকৃতি দিলেন কল্পবিশ্বে প্রকাশিত ওঁর রচনার অনুবাদকর্মকে। পাঁচ বারের বুকার পুরস্কারে মনোনীত (২০০০ সালে সম্মানিত), নেবুলা, আর্থার সি ক্লার্ক অ্যাওয়ার্ড সহ অসংখ্য সম্মানের শিরোপাধারী লেখিকার কাছ থেকে এই স্বীকৃতি কল্পবিশ্বের চলার পথে একটা বিরাট অনুপ্রেরণা নিয়ে এল। আমরা অভিভূত।

error: Content is protected !!