Sunday, September 1, 2024

WorldCon News in Anandabazar Patrika

বঙ্গ থেকে বিশ্বে
১৯৩৯ থেকে ওয়ার্ল্ড সায়েন্স ফিকশন সোসাইটি ‘হুগো পুরস্কার দিয়ে আসছে কল্পবিজ্ঞান ও ফ্যান্টাসি সাহিত্যে। ওয়ার্ল্ড সায়েন্স ফিকশন কনভেনশন বা ‘ওয়ার্ল্ডকন’ নামে অনুষ্ঠান হয় প্রতি বছর। সায়েন্স ফিকশন নিয়ে সবচেয়ে বড় ও নামী অনুষ্ঠান এটি, আসেন বিশ্বের সায়েন্স ফিকশন লেখক সম্পাদক গবেষকরা। এ বছর তা হয়ে গেল চিনের সিচুয়ান প্রদেশের চেংডু শহরে, গত ১৮-২২ অক্টোবর, কয়েক কোটি ডলারে গড়ে তোলা হয়েছিল সায়েন্স ফিকশন মিউজিয়ম (ছবি), অনুষ্ঠান উপলক্ষে। এই প্রথম ওয়ার্ল্ডকন-এ আমন্ত্রণ পেল বাংলা কল্পবিজ্ঞান, কল্পবিশ্ব পত্রিকার সম্পাদক-প্রকাশক দীপ ঘোষ গিয়েছিলেন বাংলা তথা ভারতের প্রতিনিধি হিসেবে। ভারতীয় কল্পবিজ্ঞানের ইতিহাস, বাংলা কল্পবিজ্ঞান পত্রিকা, এই সময়ের কল্পবিজ্ঞান বই-কথা উঠে এল বিশ্বের দরবারে, পৃথিবী শুনল অদ্রীশ বর্ধন প্রেমেন্দ্র মিত্র সত্যজিৎ রায়-সহ বাংলা কল্পবিজ্ঞানের অগ্রণী কলমের কথা। কলকাতাও কি এমন এক অনুষ্ঠানের আয়োজন ভাবতে পারে না?

Link: https://mepaper.anandabazar.com/imageview_73679_4424886_4_75_11-11-2023_2_i_1_sf.html

error: Content is protected !!
Verified by MonsterInsights