ছড়াঃ খেলা খেলা – তন্ময় ধরঃ উত্তরাধিকারঃ ওয়েব সাহিত্য পুরস্কার ২০১৭

khela khela

খেলা খেলা

তন্ময় ধর

আকাশের গায়ে নীল দিতে গিয়ে
মেঘের ছন্দে মিল দিতে গিয়ে
      সূর্যটা দ্যাখ হাসল কেমন ঝিলমিল!
বৃষ্টির গানে সুর হয়ে গিয়ে
আকাশে অচিনপুর হয়ে গিয়ে
     দুষ্টু-মিষ্টি বাতাস হাসল খিলখিল!
ভেজা পৃথিবীর বিরাট খাতাতে
রূপকথামাখা গাছের পাতাতে
     বৃষ্টির ঠোঁট হাসল কেমন রুমঝুম!
ভোরের প্রথম আলো এসে নিজে
শিশিরের রঙে আরেকটু ভিজে
     শিউলিশিশুর কপালে ছোঁয়াল কুঙ্কুম!

ছবিঃ ঈশিতা ছেত্রী

error: Content is protected !!