বাংলার প্রথম ও একমাত্র সায়েন্স ফিকশন-ফ্যান্টাসি ওয়েব পত্রিকা ‘কল্পবিশ্ব’-এর পক্ষ থেকে আপনাদের কাছে একটি আবেদন। আপনারা, মানে কল্পবিশ্বের পাঠক বন্ধুরা জানেন বছরে কল্পবিশ্বের চারটি সংখ্যা প্রকাশিত হয়। গল্প, প্রবন্ধ, উপন্যাস, অনুবাদ, কমিকস ও আরও অনেক কিছুতে সমৃদ্ধ সংখ্যাগুলি সারা পৃথিবীর পাঠকরা পড়তে পারেন, একেবারে নিখরচায়। কিন্তু ওয়েব পত্রিকা করার একটা ন্যূনতম খরচ রয়েছে। পাশাপাশি ইচ্ছে থাকলেও যাঁরা লেখা ও অলঙ্করণের সাহায্যে কল্পবিশ্বের পাতা ভরিয়ে তোলেন তাঁদেরও সামান্য সম্মান দক্ষিণা দেওয়া সম্ভব হয় না। এছাড়া পত্রিকা প্রকাশের পাশাপাশি কল্পবিজ্ঞানের প্রসারের জন্য আরও কিছু পরিকল্পনা আমাদের রয়েছে। কিন্তু এই সবের জন্য প্রয়োজন অর্থ। আপনাদের কাছে তাই আবেদন, আপনারা আমাদের এই সামান্য প্রয়াসকে এগিয়ে নিয়ে যেতে সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দিন। বাংলা ভাষায় অবহেলিত একটি ধারাকে সকলের কাছে পৌঁছে দিতে আপনাদের সাহায্য আমাদের পরম পাথেয়।
আপনারা আমাদের Paytm/Google Pay/PhonePe করতে পারেন নিচের নম্বরে। টাকা পাঠিয়ে আমাদের জানালে আমরা আপনার নাম লিস্ট এ অ্যাড করে নেবো ডোনার হিসেবে। ধীরে ধীরে আরও কিছু মাধ্যম যোগ করা হবে ডোনেশান পাঠানোর জন্য।
9830092352
যারা ব্যাঙ্ক ট্র্যান্সফার করতে চান তারা টাকা পাঠাতে পারেন নিচের ব্যাংক আকাউন্টে
Account Holder – Supriyo Das
A/c no 1111497796
Kotak Mahindra Bank
Salt Lake Branch
IFSC – KKBK0006576
ইমেল – kalpabiswa.kalpabijnan@gmail.com
যারা ডোনেট করেছেন
ঋজু গাঙ্গুলী
কল্যাণ ভৌমিক
সন্দীপন চট্টোপাধ্যায়
দীপংকর চৌধুরী
সৌভিক কুমার গুহ
সূর্যাশীষ পাল