এক ডজন কল্পবিজ্ঞান লিমেরিক

(১)

দূরবীন তাক করে চৈনিক প্রাচীরে
চাঁদ থেকে দেখি… সেথা আমিও যে আছি রে!
মনে ওঠে কলরব।
কী ভাবে তা’ সম্ভব?
দুই জায়গায়ই থাকা, সময়কে না চিরে?

(২)

বেদ থেকে চুরি করা তথ্যের জোয়ারে
আইনস্টাইনের খ্যাতি। যাচ্ছে তা’ ছোঁয়া রে।
প্রমাণ রয়েছে ঢের
বেদে লেখা সুক্তের
সাঁটে বলা …ই সমান এম সি স্কোয়ারে।

(৩)

মৎস্য ধরেছি প্রভু, কী খাবেন, ল্যাজা নাকি মুড়ো?
মহাকাশ [আরো পড়ুন]

Tags: অরুণাচল দত্ত চৌধুরী, এক ডজন কল্পবিজ্ঞান লিমেরিক, কল্পবিজ্ঞান লিমেরিক, তৃতীয় বর্ষ প্রথম সংখ্যা
Read more

কল্পবিজ্ঞান লিমেরিক

(১)

 

মিলতো যদি চাঁদের বুকে সজনে ডাঁটার চচ্চড়ি,

আর্মস্ট্রং কি সেখান থেকে আসতো ফিরে সত্বরই ?

অক্লেশে সব তুচ্ছ ক’রে

রকেটটারই পুচ্ছ ধ’রে

মহাকাশে চলতো ঘুরে হয়তো কয়েক বচ্ছরই !!

 

(২)

‘নেচার’ নামে সায়েন্স ম্যাগে লিখছে গ্রামের বিলে ;

আজব রকম কল দেখে তার চমকে যাবে পিলে !

সাতটি রঙের বাক্স ভ’রে

পিচকারীতে ছুঁড়লে জোরে

অমনি গজায় রামধনুটা ঐ আকাশের নীলে ।।

Tags: কল্পবিজ্ঞান লিমেরিক, কৃষ্ণেন্দু বন্দ্যোপাধ্যায়, প্রথম বর্ষ প্রথম সংখ্যা, লিমেরিক
Read more
error: Content is protected !!